ডিআরইউ/০২৯৫/২০২২(৩) ২৬ মার্চ, ২০২২
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
আজ ২৬ মার্চ, ২০২২ শনিবার সকালে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ডিআরইউ সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় ডিআরইউ’র দপ্তর সম্পাদক রফিক রাফি, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, এসকে রেজা পারভেজ ও মো: তানভীর আহমেদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে সন্ধ্যায় ডিআরইউ প্রাঙ্গণে ‘গেরিলা’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।