![ডিআরইউ’র সদস্যদের অনুসন্ধানী সাংবাদিকতার তিন দিনের প্রশিক্ষণ](https://www.dru.com.bd/uploads/shares/MRDI-1-2022-06-18-12-36-45.jpg)
ডিআরইউ/০৩১৪/২০২২(৪) ৫ এপ্রিল, ২০২২
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।
গত ৩ এপ্রিল থেকে সিসিডিএম হোপ সেন্টারে শুরু হওয়া তিনদিনব্যাপী (৩-৫ এপ্রিল) এ আবাসিক প্রশিক্ষণে ১৩জন সদস্য অংশগ্রহণ করেন। মঙ্গলবার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
ফোজো মিডিয়া ইনস্টিটিউট, লিনিয়াস ইউনিভার্সিটি, সুইডেনের ‘ইমপ্রুভিং কোয়ালিটেটিভ জার্নালিজম ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সমন্বয় করেন ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ ও এমআরডিআই’র আইকিউজেবি প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশন ম্যানেজার সানাউল হক দোলন।
গত বছর ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে অংশগ্রহণকারীদের মধ্য থেকে পাভেল হায়দার চৌধুরী, আলমগীর হোসেন, কাজী এমাদ উদ্দীন জেবেল, মো: ফরিদ উদ্দিন আহমেদ, স্মৃতি মন্ডল, মো: শাহজাহান মোল্লা, এম এইচ রবিন, ফারহানা ইয়াসমিন (জুঁথি), রহিম শেখ, আব্দুল হালিম (আদিত্য রিমন), ফারহানা নীলা, মো: আবু সাঈদ (সাঈদ শিপন) ও মৌসুমী ইসলাম এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, এমআরডিআই অনুসন্ধানী সাংবাদিকতা হেল্প ডেস্কের প্রধান মোহাম্মদ বদরুদ্দোজা (বদরুদ্দোজা বাবু), গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজিএন) রোভিং এশিয়া এডিটর মিরাজ আহমেদ চৌধুরী ও সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা এ প্রশিক্ষণের মোট ১১টি সেশন পরিচালনা করেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ২৯৬ জন সদস্যকে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে ডিআইরইউ। এমআরডিআই’র সাথে যৌথ উদ্যোগে এই প্রথম কোন আবাসিক প্রশিক্ষণ আয়োজন করে ডিআরইউ।