![ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক নূরনবী সরকারের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ](https://www.dru.com.bd/uploads/shares/DRU_Web_Logo-2021-09-30-19-47-34-2022-06-16-12-28-01.jpg)
ডিআরইউ/০৫২৩/২০২২(২) তারিখ: ২১ জুন, ২০২২
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মো: নূরনবী সরকারের হেনস্থায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।
ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ ২১ জুন, ২০২২ মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের শুরু থেকে ডিআরইউ তথা সাংবাদিক সমাজ এর অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছে। এই আইন বাতিলেরও দাবি করে আসছে সাংবাদিক সংগঠনগুলো। সরকারের পক্ষ থেকে আইনটি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়ে আসলেও তা বাস্তবায়ন হচ্ছে না।
গত ১৫ জুন ২০২১ তারিখে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মো: নূরনবী সরকারের বিরুদ্ধে মামলা করেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি।
নূরনবী সরকার জানান, তিনি উপসচিব মাহবুব হাসান শাহীনের (বর্তমানে পরিকল্পনা কমিশন ঢাকায় কর্মরত) দুর্নীতি নিয়ে রিপোর্ট করেছিলেন। ওই রিপোর্টের পর পরেই লুৎফুন্নেছা বিউটি এই মামলাটি করেন।
পরবর্তীতে নুরনবী সরকারকে একমাত্র আসামি করে চার্জশিট দেয়ার পর গ্রেফতারি পরোয়ানা জারি হলে গত ২/২/২২ তারিখে হাইকোর্ট থেকে জামিন নেন তিনি। এখন প্রতিমাসে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমানের আদালতে হাজিরা দিতে হচ্ছে তাকে।
পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে নূরনবী সরকারকে ‘হয়রানীমূলক মামলা থেকে’ অব্যাহতি দেয়ার দাবী জানিয়েছে ডিআরইউ নেতৃবৃন্দ। সাথে সাথে স্বাধীন সাংবাদিকতার স্বার্থে ডিজিটাল নিরাপত্তা আইনের নিবর্তনমূলক ধারাগুলো বাতিলেরও দাবি জানান তারা।