
ডিআরইউ/০৫৯৮/২০২২(৮) ১২ আগস্ট, ২০২২
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তাঁর নেতৃত্বে দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু মানে একটি ইতিহাস, একটি দেশ ও একটি পতাকা। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। তাই বঙ্গবন্ধু’কে কখনো বাংলাদেশ থেকে কেউ মুছে ফেলতে পারবে না। তিনি বেঁচে থাকলে বিশ্ব নেতা হতেন।
তিনি আজ ১২ আগস্ট, ২০২২ শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে ডিআরইউ'র নসরুল হামিদ মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত "বঙ্গবন্ধু ও বাংলাদেশ" শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। সম্মানিত আলোচক ছিলেন ডিআরইউ’র সাবেক সভাপতি এম শফিকুল করিম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্ত্বা। বঙ্গবন্ধু বাংলদেশের হৃদয়। বঙ্গবন্ধুকে স্বশরীরে হত্যা করা হয়েছে কিন্তু তার আদর্শ, শিক্ষা বাঙালীর হৃদয় থেকে মুছে ফেলা যায় নি। বঙ্গবন্ধুর মৃত্যু নেই, বঙ্গবন্ধু চিরঞ্জীব।
ডিআরইউ’র সাবেক সভাপতি এম শফিকুল করিম বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধু না হলে কোনো দিনই বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু একমাত্র লোক যিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন।
ডিআরইউ সভাপতি বঙ্গবন্ধু হত্যার সাথে দেশী-বিদেশী ষড়যন্ত্র উদঘাটনে একটি তদন্ত কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ষড়যন্ত্র উদঘাটন না করা গেলে বাংলাদেশের ইতিহাসের একটি অধ্যায় অজানাই থেকে যাবে, যা কখনোই কাম্য হতে পারে না।
আলোচনা সভায় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ ও এসকে রেজা পারভেজ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামীকাল ১৩ আগস্ট, ২০২২ শনিবার ডিআরইউ সদস্যদের জন্য ‘বিশেষ মেডিকেল ক্যাম্প’ এর আয়োজন করা হয়েছে। বেলা ১২টায় পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এছাড়াও, আগামী ১৪ আগস্ট, ২০২২ রোববার সাগর-রুনী মিলনায়তনে সকাল ১০.৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিআরইউ’র নারী সদস্য এবং তাদের পরিবারের (নারী) জন্য ‘স্তন ক্যান্সার স্ক্রিনিং’ বিষয়ক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬