ডিআরইউ/০৫৮৩/২০২৪(৯) তারিখ: ১১ সেপ্টেম্বর, ২০২৪
প্রিয় সদস্য,
আন্তরিক শুভেচ্ছা।
আপনাকে আনন্দের সাথে জানাচ্ছি যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছরের মতো এবারও ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দিতে যাচ্ছে। ডিআরইউ সদস্যরা বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত অনুসন্ধানীমূলক রিপোর্ট প্রকাশ ও প্রচার করে থাকেন। এসকল রিপোর্টের মধ্য থেকে শ্রেষ্ঠ রিপোর্টকে পুরস্কৃত করার উদ্যোগ নেয়া হয়েছে।
এ বছর মোট ১১টি পুরস্কার দেওয়া হবে। প্রিন্ট মিডিয়া রিপোর্টিংয়ের জন্য ৩টি, টেলিভিশন রিপোর্টিংয়ের জন্য ৩টি এবং অনলাইন রিপোর্টিংয়ের জন্য ৩টি পুরস্কার দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম পুরস্কারের মূল্যমান হবে ১ লাখ টাকা, ২য় পুরস্কারের মূল্যমান হবে ৭৫ হাজার টাকা এবং ৩য় পুরস্কারের মূল্যমান হবে ৫০ হাজার টাকা। এছাড়াও ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ক রিপোর্টিংয়ের জন্য ০১ টি পুরস্কার এবং রেডিও রিপোর্টিংয়ের জন্য ১টি পুরস্কার দেওয়া হবে যার মূল্যমান হবে ১ লাখ টাকা। অর্থের সাথে প্রতিটি পুরস্কারে সম্মাননা পত্র ও ক্রেষ্ট দেওয়া হবে।
মোট অ্যাওয়ার্ড-১১টি:
১. মুক্তিযুদ্ধ বিষয়ক রিপোর্ট : ১টি পুরস্কার (প্রিন্ট মিডিয়া, অনলাইন, টেলিভিশন, রেডিও সবার জন্য উন্মুক্ত)
* মূল্যমান ১ লাখ টাকা
২. প্রিন্ট মিডিয়া : ৩টি পুরস্কার (যে কোন বিষয়ে প্রকাশিত রিপোর্ট)
* প্রথম পুরস্কার ১ লাখ টাকা
* ২য় পুরস্কার ৭৫ হাজার টাকা
* ৩য় পুরস্কার ৫০ হাজার টাকা
৩. টেলিভিশন মিডিয়া : ৩টি (যে কোন বিষয়ে প্রচারিত রিপোর্ট)
* প্রথম পুরস্কার ১ লাখ টাকা
* ২য় পুরস্কার ৭৫ হাজার টাকা
* ৩য় পুরস্কার ৫০ হাজার টাকা
৪. অনলাইন মিডিয়া : ৩টি পুরস্কার (যে কোন বিষয়ে প্রকাশিত রিপোর্ট)
* প্রথম পুরস্কার ১ লাখ টাকা
* ২য় পুরস্কার ৭৫ হাজার টাকা
* ৩য় পুরস্কার ৫০ হাজার টাকা
৫. রেডিও : ১টি পুরস্কার (যে কোন বিষয়ে প্রচারিত রিপোর্ট)
* মূল্যমান ১ লাখ টাকা
রিপোর্ট জমা দেয়ার নিয়ম ঃ-
শুধুমাত্র ডিআরইউ’র সদস্যরা অ্যাওয়ার্ডের জন্য রিপোর্ট জমা দিতে পারবেন। তবে কার্যনির্বাহী কমিটির কেউ এতে অংশ নিতে পারবেন না।
১ সেপ্টেম্বর, ২০২৩ থেকে ৩১ আগস্ট ২০২৪ এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডের জন্য জমা দেয়া যাবে। তবে গত বছরে অ্যাওয়ার্ড প্রাপ্ত রিপোর্ট পুুনরায় জমা দেওয়া যাবে না।
আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৪ বুধবার রাত ৮টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে হবে।
প্রিন্ট ও অনলাইনের ক্ষেত্রে প্রকাশিত রিপোর্টের মূলকপি এবং ৫টি কম্পোজ করা কপি জমা দিতে হবে। মূল কপিতে সংশ্লিষ্ট সংবাদপত্র ও অনলাইনের সম্পাদক/বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক-এর যে কোনো একজনের সত্যায়িত হতে হবে। কম্পোজ করা কপির কোথাও রিপোর্টার ও সংবাদপত্র/অনলাইনের নাম উল্লেখ করা যাবে না। এগুলো সত্যায়িত করারও প্রয়োজন নেই।
টিভি ও রেডিও রিপোর্টিংয়ের ক্ষেত্রে প্রচারিত রিপোর্টের ৫টি পেন ড্রাইভ জমা দিতে হবে। সেইসঙ্গে রিপোর্টটির সংবাদ পাঠকের পঠিত অংশসহ (লিঙ্ক) ৫ কপি লিখিত স্ক্রিপ্ট জমা দিতে হবে। রিপোর্টটি কোন তারিখে প্রচারিত হয়েছে তা উল্লেখ পূর্বক টিভি ও রেডিও’র সম্পাদক/বার্তা প্রধান/বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদকের প্রত্যয়ন পত্র দিতে হবে।
মুক্তিযুদ্ধ ক্যাটাগরি সবার জন্য উন্মুক্ত; তাই প্রিন্ট, অনলাইন, টিভি ও রেডিও ক্যাটাগরিতে জমা দেওয়ার সাথে সাথে একজন সদস্য মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতেও রিপোর্ট জমা দিতে পারবেন। তবে একজন সদস্য একটির বেশি পুরস্কারের জন্য বিবেচিত বা মনোনিত হবেন না।
টিভি ও রেডিও রিপোর্টিংয়ের ক্ষেত্রে রিপোর্ট অবশ্যই ঢাকা থেকে সম্প্রচারিত চ্যানেলের নিউজ বুলেটিনে প্রচারিত
হতে হবে।
প্রতিটি ক্যাটাগরিতে কমপক্ষে ৫টি রিপোর্ট জমা হলে প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হবে।
ঢাকার বাইরের প্রতিনিধিদের পাঠানো কোনো রিপোর্টের সংকলন পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
মূল রিপোর্টের সঙ্গে পাসপোর্ট সাইজের দু’কপি রঙিন ছবিসহ রিপোর্টারের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।
খামের উপর রিপোর্টের ক্যাটাগরি, সদস্যর নাম, প্রতিষ্ঠান ও মোবাইল নম্বর লিখতে হবে।
উপরের নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ না করলে সংশ্লিষ্ট রিপোর্ট বাতিল বলে গণ্য হবে।
ধন্যবাদসহ-
সৈয়দ শুকুর আলী শুভ মহি উদ্দিন
সভাপতি সাধারণ সম্পাদক