ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) বিল্ডিংয়ের পেছনের জায়গায় সংগঠনের নতুন ৫তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ভবনের কাজ সম্পন্ন হবে। ইতোমধ্যে ২০ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া ডিআরইউ ভবনের চতুর্থ তলায় সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর, ২০২৪) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের নেতৃত্বে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কার্যালয় উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো: শরীফুল ইসলাম।