ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কল্যাণমূলক কর্মকান্ডের আওতায় সংগঠনের প্রয়াত সদস্য সৈয়দ আহমেদ অটল ও লায়েকুজ্জামানের পরিবারকে ৬ লাখ টাকা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর, ২০২৪) দুপুরে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন ডিআরইউ কার্যালয়ে সৈয়দ আহমেদ অটলের স্ত্রী শাহনাজ পারভিনকে ৩ লাখ ও লায়েকুজ্জামানের স্ত্রী লুৎফুন নাহারের হাতে ২ লাখ টাকার এই চেক তুলে দেন।
উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী ডিআরইউ’র নিজস্ব তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়। এই কার্যক্রমে পূর্ন সহায়তা করেছে সামিট গ্রুপ।
এর আগে লায়েকুজ্জামানের পরিবারকে ১ লাখ টাকা দেওয়া হয়।
এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো: রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
চলতি বছর ডিআরইউ’র ৬ জন সদস্য মৃত্যুবরণ করেন। অপর ৪ প্রয়াত সদস্য শহীদুল ইসলাম, ইহসানুল করিম, আতিকুর রহমান ও সাবেক সভাপতি আজমল হোসেন খাদেমের পরিবারকে গঠনতন্ত্র অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।