ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ সংবাদদাতা সাঈদ আহমেদকে হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আজ শনিবার (৭ ডিসেম্বর, ২০২৪) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
সাঈদ আহমেদ তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, পেশাগত কর্তব্যবোধ থেকে সাম্প্রতিক সময়ে জনাব মো: নূরুল ইসলামের মালিকানাধীন নোমান গ্রুপের দুর্নীতি ও অর্থ লোপাটের বিষয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু প্রমাণভিত্তিক অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করি। মো: নুরুল ইসলাম তার দুর্নীতি ও অর্থ লোপাটের তদন্ত আড়াল করতে তার কর্মচারিদের দিয়ে দৈনিক ইনকিলাবের সম্পাদক এবং আমার বিরুদ্ধে পৃথক ৪টি মানহানির মামলা করে। এখন তিনি দৈনিক ইনকিলাবের সম্পাদক এবং আমার বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক প্রোপাগান্ডায় নেমেছেন। অর্থের বিনিময়ে অখ্যাত কিছু পত্রিকায় কাল্পনিক প্রতিবেদন প্রকাশ করছেন এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বুস্ট করছেন। সর্বশেষ নূরুল ইসলাম আমাকে তার কর্মচারি মুরাদুল শহীদুল্লাহ চৌধুরী, সকালের সময় পত্রিকার সম্পাদক-প্রকাশক মো. নূর হাকিম সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের দ্বারা সম্মানহানির হুমকি দিচ্ছেন।
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।