শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগের পিতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) আদাবরের বাসায় অসুস্থ হয়ে পড়লে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আজ সকাল সাড়ে ১১ টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৩ ছেলে, নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল মঙ্গলবার বাগেরহাটের মোড়েলগঞ্জে বাদ যোহর নামাজে জানাযা শেষে দাফন করা হবে।
মনিরুল সোহাগের পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মনিরুল সোহাগের মোবাইল নম্বর- 01718019212
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬