![সাংবাদিক এহসানুল হক জসীমকে হত্যার হুমকির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ](https://www.dru.com.bd/uploads/photos/47/DRU Web Logo.jpg)
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও ডেইলি সান পত্রিকার রিপোর্টার এহসানুল হক জসীমকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ডিআরইউ। এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি, ২০২৫) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হুমকীদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানান।
এহসানুল হক জসীম তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, গত ২ ফেব্রুয়ারি তারিখে একটি সমাবেশে কিছু বক্তা তার নাম উল্লেখ করে জবাই করে হত্যার হুমকি প্রদান করে এবং শতাধিক লোক এই হুমকিকে সমর্থন করে শ্লোগান দেয়। পরবর্তীতে ফেসবুক পোস্টের মাধ্যমেও কিছু লোক হুমকি প্রদান করে।
এহসানুল হক জসীম জানান, সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ফ্যাসিবাদী শাসনামলে নিপীড়িত আলেম সমাজের সদস্যদের প্রশংসনীয় ভূমিকা তুলে ধরেন এবং স্বৈরাচারের দোসর হিসেবে ভূমিকা পালন করেছেন এমন চিহ্নিত কিছু আলেমের সেই আমলের বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন। এরপরই সিলেট জেলার কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মাঠে তার বিরুদ্ধে সমাবেশ করা হয় এবং মিছিল হয়। আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকে এই সমাবেশের মঞ্চে দেখা যায়। টুপি-পানজাবি পরে আওয়ামী লীগের আরো অনেকে মাদ্রাসার ছাত্র-শিক্ষক সেজে মিছিলে অংশগ্রহণ করেন।
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, হত্যার হুমকি প্রদান করা ফৌজধারী অপরাধ। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা যথাযথ নেওয়ার দাবি জানান ।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬