ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি, ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় বাংলাদেশে সাংবাদিকদের নেতৃত্বে পরিচালিত আইনগত সহায়তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি “সাংবাদিক সহায়তা ডেস্ক হস্তান্তর অনুষ্ঠান” আয়োজন করতে যাচ্ছে।
অনুষ্ঠানটি আগামীকাল ২৫ জানুয়ারি ২০২৬, সকাল ১১:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া ইউনেস্কো বাংলাদেশ কার্যালয়ের প্রধান ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের হাতে “সাংবাদিক সহায়তা ডেস্ক’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক সংগঠনের জ্যেষ্ঠ প্রতিনিধিবৃন্দ, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিনিধি, গণমাধ্যম পেশাজীবী এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানটি সাংবাদিকদের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তা ব্যবস্থাকে আরও জোরদার করা এবং বাংলাদেশে গণমাধ্যম পেশাজীবীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানটি ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় বাস্তবায়নাধীন “Enhancing Legal Support System to Strengthen Media Protection” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজন করা হচ্ছে।
বার্তা প্রেরক-
রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২

