
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপনডেন্ট ওবায়দুর মাসুমের (মো. মাসুম মিঞা) ওপর হামলা ও মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ওবায়দুর মাসুমের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
ঘটনার বিবরণ দিয়ে ওবায়দুর মাসুম জানান, অফিস থেকে ডিআরইউ দিকে যাচ্ছিলাম। মহাখালী টার্মিনালের সামনে গিয়ে দেখি, রাস্তায় একজন বাইকারকে মারধর করছে কয়েকজন বাস শ্রমিক। বাইক থামিয়ে, তাদের কাছে লোকটাকে মারার কারণ জিজ্ঞাসা করলে তারা আমার ওপর চড়াও হয়। সাংবাদিক পরিচয় দেয়ার পরও বেশ কয়েকজন আমাকে ঘিরে ধরে। অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কোনো কথা বলার সুযোগ না দিয়ে চারপাশ থেকে কিল, লাথি, ঘুষি দিতে থাকে। এক পর্যায়ে সাহায্যের জন্য সেখানে থাকা দুজন পুলিশের কাছে দৌঁড়ে যাই। তারাও দূরে সরে যায়। এরপর সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ ঘটনায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। তবে বেশি আঘাত পেয়েছি ঘাড়ে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় যাব।
তিনি জানান, রাস্তায় অনেক সিসি ক্যামেরা আছে। সেটা দেখলেই পুলিশ অপরাধীদের শনাক্ত করতে পারবে।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, ওবায়দুর মাসুমের ওপর হামলা ও মারধরের ঘটনা ন্যাক্কারজনক। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানিয়েছে নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬