প্রিয় সদস্য
শুভেচ্ছা জানবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য লেখকদের স্বীকৃতি দেওয়ার জন্য এবারো ডিআরইউ সাহিত্য পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ৩টি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য সদস্য লেখকদের কাছ থেকে বই আহ্বান করা হচ্ছে। ১ নভেম্বর, ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত সময়কালে সদস্যদের প্রকাশিত বইয়ের ৫ (পাঁচ) কপি আগামী ২৬ অক্টোবর, ২০২৪ রোববার এর মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করছি।
‘ডিআরইউ সাহিত্য পুরস্কার-২০২৪’ ক্যাটাগরি:
১) কথা সাহিত্য (গল্প/উপন্যাস)
২) কাব্য (কবিতা/ছড়া)
৩) মননশীল (প্রবন্ধ ও গবেষণা)
প্রতিটি ক্যাটাগরিতে ১টি করে পুরস্কার (প্রাইজ মানি, ক্রেস্ট ও সার্টিফিকেট) দেওয়া হবে। এছাড়াও জমাকৃত বইয়ের সকল লেখকদের বরাবরের মতো সম্মাননা প্রদান করা হবে।
বই জমা দেয়ার নিয়ম ঃ-
শুধুমাত্র ডিআরইউ’র সদস্যরা পুরস্কারের জন্য বই জমা দিতে পারবেন। কার্যনির্বাহী কমিটির কেউ এতে অংশ নিতে পারবেন না।
১ নভেম্বর, ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ এর মধ্যে প্রকাশিত বই পুরস্কারের জন্য জমা দেয়া যাবে। তবে ২০২৩ সালে যে সকল বই সম্মাননা পেয়েছে তা জমা দেওয়া যাবে না।
আগামী ২৬ অক্টোবর, ২০২৪ রোববার এর মধ্যে ডিআরইউ কার্যালয়ে বই জমা দিতে হবে।
একজন সদস্য সব ক্যাটাগরিতে বই জমা দিতে পারবেন। তবে একজন সদস্য একটির বেশি বিষয়ে পুরস্কারের জন্য বিবেচিত বা মনোনীত হবেন না।
খাম/প্যাকেটের উপর সদস্য লেখকের নাম ও ক্যাটাগরি উল্লেখ করতে হবে।
উপরোক্ত নিয়মগুলো যথাযথ অনুসরণ না করলে সংশ্লিষ্ট বই পুরস্কারের জন্য বাতিল বলে গণ্য হবে
যে কোন জটিলতা নিরসনে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ধন্যবাদসহ
মহি উদ্দিন সুশান্ত কুমার সাহা
সাধারণ সম্পাদক প্রচার ও প্রকাশনা সম্পাদক
০১৮১৯০৬৪০০৪ ০১৭১৬৬০৬১৭৮