ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালামকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ। হুমকীর ঘটনায় তিনি রাজধানীর শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
আবুল কালাম তার অভিযোগে উল্ল্যেখ করেন, গত ১২-১০-২০২৪ তারিখ সকালে তালুকদার রুমি পিতা মো: নুরুল ইসলাম তালুকদার, ০১৭১২৬৩১১৩২ মোবাইল নাম্বার থেকে আমার মোবাইল নাম্বার ০১৬৭৬২০৩১০৪ এ আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এর কারণ জানতে চাইলে তিনি আমার ফেসবুকে দেয়া একটা স্টাটাসের উল্লেখ করেন। যাতে লিখা ছিলো, 'আন্ডার গ্রাউন্ড পত্রিকার সম্পাদক দাবীদার ডিইউজের কর্মকর্তা এবং ছাত্রদলের সাবেক নেতা পরিচয় দিয়ে নাকি বিজ্ঞাপনের জন্য ডিএফপিসহ বিভিন্ন দফতরে হুমকি দিচ্ছে। তার বিরুদ্ধে আগে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। বিষয়টি আমলে নেয়া উচিত। নয়তো ভুঁইফোড় এসব সুবিধাভোগীর কারণে দল ও সাংবাদিকরা বদনামী হবে'। আমার এ স্টাটাসে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম না থাকার পরও তিনি এটাকে ব্যক্তিগতভাবে নিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দেন সে সাথে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। যার কথোপথন অডিও আমার কাছে সংরক্ষিত আছে। আমার বিরুদ্ধে মামলার হুমকিও দেন তালুকদার।
আবুল কালাম বলেন, এরপর থেকে তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন।
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।