ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য এম জি কিবরিয়া চৌধুরী (জাতীয় অর্থনীতি), আহমেদ সিরাজ (এএনবি২৪ডটকম) ও সুরাইয়া মুন্নী (মোহনা টিভি) অসুস্থ।
এমজি কিবরিয়া চৌধূরী সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। আহমেদ সিরাজ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আর সুরাইয়া মুন্নী চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এমজি কিবরিয়া চৌধুরী, আহমেদ সিরাজ ও সুরাইয়া মুন্নির শারীরিক সুস্থতার জন্য ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সবার কাছে দোয়া চেয়েছেন।
এম জি কিবরিয়া চৌধূরী মোবাইল নম্বর- 01712714493
আহমেদ সিরাজের মোবাইল নম্বর- 01918203034
সুরাইয়া মুন্নীর মোবাইল নম্বর- 01674749078