সম্মানিত সদস্য
সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনি অবগত আছেন যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য সন্তানদের জন্য ‘সারেগামা’ গানের স্কুল ও ‘রং-তুলি’ আর্টের স্কুল চালু রয়েছে।
আগামী ২০ জানুয়ারি থেকে নতুন শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। আগ্রহী সদস্য সন্তানদের ভর্তি ফরম পূরণ করে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ জানানো হচ্ছে।
ধন্যবাদসহ
এমদাদুল হক খান
সাংস্কৃতিক সম্পাদক
01716880184