![সাগর-রুনী হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ আগামীকাল](https://www.dru.com.bd/uploads/photos/47/DRU Web Logo.jpg)
প্রিয় সদস্য,
শুভেচ্ছা নিবেন। বছর ঘুরে আবারো সেই ১১ ফেব্রুয়ারি। ২০১২ সালে এইদিন রাতে আমাদের প্রিয় দুই সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনী নির্মমভাবে খুন হয়েছিলেন। এই হত্যাকান্ডের ১৩তম বার্ষিকী আগামীকাল।
তের বছর পেরিয়ে যাচ্ছে কিন্তু প্রকৃত হত্যাকারীদের এখনো সনাক্ত ও গ্রেফতার করা হয়নি। বিচার প্রক্রিয়াও থমকে আছে। নিষ্ঠুর এই হত্যাকান্ডের বিচার দাবিতে ডিআরইউসহ গোটা সাংবাদিক সমাজ আজও সোচ্চার।
আমাদের প্রিয় দুই সদস্য সাগর-রুনী হত্যার বিচার দাবিতে আগামীকাল ১১ ফেব্রুয়ারি, ২০২৫ মঙ্গলবার বেলা ১১টায় ডিআরইউ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এই কর্মসূচিতে আপনার সক্রিয় উপস্থিতি আশা করছি।
ধন্যবাদসহ-
মাইনুল হাসান সোহেল
সাধারণ সম্পাদক
মোবাইল: ০১৭১৯০১৪৪৩১