ডিআরইউ/০০৮৫/২০২২(১) ৫ জানুয়ারি, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রয়াত সদস্য সাংবাদিক মেহেরুন রুনীর মা নূরুন নাহার মির্জা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ৫ জানুয়ারি, বুধবার সকাল ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ৩ ছেলে, নাতি মাহির সারওয়ার মেঘ, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বাদ যোহর পশ্চিম রায়েরবাজার জামে মসজিদে নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মেহেরুন রুনীর মা নূরুন নাহার মির্জার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন। তাদের বিচারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এখনো সোচ্চার আছে।
নওশের রোমান এর (রুনীর ভাই) মোবাইল নাম্বার : ০১৮১৯৯২৬৭০০
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬

