ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মাহবুবের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
সাংবাদিক মাহবুবুর রহমান জানান জানান, নরসিংদীর শিবপুরে গ্রামের বাড়িতে ৮ শতাংশ জায়গার উপর তাদের দাদা-দাদিসহ পরিবারের মৃত স্বজনদের দাফন করা হয়েছে। বেশকিছু দিন যাবত রাজীব-হযরত আলী গং সন্ত্রাসী বাহিনী নিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে কবরস্থানের কবরের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের পাঁয়তারা করে আসছে। এরই জের ধরে রাজীব গং পারিবারিক কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দিলে রাজীব গংরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এতে ওই পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেননা, মাহবুবের ভাই ফারুক মিয়া আর বেনু মিয়া এই দুজন বাড়িতে থাকলেও তাদের বাকি ভাইয়ের থাকেন চাকুরীর সুবাধে দেশের বিভিন্ন স্থানে। আর সেই সুযোগে ফারুক আর বেনু মিয়াদের একা পেয়ে নানাভাবেই হুমকি ধামকি দিচ্ছে রাজীব-হযরত আলী গং।

