ডিআরইউ/০১৪৮/২০২২(১) ৭ ফেব্রুয়ারি, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য এবং বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সাবেক সিটি এডিটর শামসুল আলম বেলাল আর নেই। আজ ৭ ফেব্রুয়ারি, ২০২২ ভোর রাতে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শামসুল আলম বেলালের মৃত্যুতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এক বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে ফুলেল শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানানো হয়। ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি ও কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা। এছাড়াও ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।
আজ সোমবার বাদ আসর নামাজে জানাযা শেষে কুমিল্লার চৌদ্দগ্রামের লুদিয়ারার নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন শামসুল আলম বেলাল।
তিনি ১৯৮১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাসসে কর্মরত ছিলেন। শামসুল আলম বেলাল ডিআরইউ’র প্রতিষ্ঠাকালীন কমিটির (১৯৯৫-৯৭) কার্যনির্বাহী সদস্য ছিলেন। তিনি ১৯৫৮ সালের ১৫ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে জন্ম গ্রহণ করেন।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬