ডিআরইউ/০১৯০/২০২২(২) ২১ ফেব্রুয়ারি, ২০২২
অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ডিআরইউ কার্যনির্বাহী কমিটি ফুলেল শ্রদ্ধায় স্মরণ করে ভাষা শহিদদের।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা।
একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস উপলক্ষ্যে ভোরে ডিআরইউতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
১৯৫২ সালের এই দিনে পাকিস্তানি শাসকের বুলেটে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ; ওই রক্তের দামেই এসেছিলো বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি। এই দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশে^ পালিত হয়।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬
- প্রচ্ছদ
- অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা