![ডিআরইউতে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালিত বিশেষ সংকলন ‘কন্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন](https://www.dru.com.bd/uploads/shares/Nari_Dibosh-2022-06-16-12-52-59.jpg)
ডিআরইউ/০২৪৬/২০২২(৩) তারিখ : ৮ মার্চ, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) উদ্যোগে আজ মঙ্গলবার ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিআরইউ প্রাঙ্গনে র্যালি, বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে দিনটি উদযাপিত হয়।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে র্যালিটি দুপুর ১২টায় ডিআরইউ চত্বর থেকে শুরু হয়ে বারডেম-২ হাসপাতাল হয়ে পুনরায় ডিআরইউতে এসে শেষ হয়।
র্যালি শেষে ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন করা হয় ও কেক কাটা হয়।
এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, মো: আল-আমিন, এসকে রেজা পারভেজ ও তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক নারী বিষয়ক সম্পাদক দিনার সুলতানা, ঝর্ণা মনি, সাজিদা ইসলাম পারুল ও রীতা নাহার এবং আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, র্যালি ও অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যের জন্য টি শার্ট ও গিফট এর ব্যবস্থা করা হয়।