![২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ডিআরইউ’র কর্মসূচি](https://www.dru.com.bd/uploads/shares/DRU_Web_Logo-2021-09-30-19-47-34-2022-06-16-12-28-01.jpg)
ডিআরইউ/০২৯২/২০২২(৩) ২৪ মার্চ, ২০২২
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা। আগামীকাল ২৫ মার্চ, শুক্রবার জাতীয় গণহত্যা দিবস এবং ২৬ মার্চ, শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
২৫ মার্চ, ২০২২ শুক্রবার সন্ধ্যা ৬.৩০টায় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘গেরিলা’ প্রদর্শন করা হবে।
আগামী ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ৬টায় ডিআরইউ চত্বর থেকে বাস ছাড়বে।
বিকেল ৪টায় প্রাণ গ্লুকোজ-ডি-ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর পুরস্কার বিতরণ করা হবে।
এছাড়াও ডিআরইউ ভবন ও বাগানে আলোকসজ্জা করা হবে।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব সকল কর্মসূচিতে সদস্যদের যথাসময়ে ডিআরইউ প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
কর্মসূচি:
* ২৫ মার্চ সন্ধ্যা ৬.৩০টায় ‘গেরিলা’ চলচ্চিত্র প্রদর্শন
* ২৬ মার্চ সকাল ৬টায় ডিআরইউ চত্বর থেকে সাভারের উদ্দেশ্যে বাস ছাড়বে
* বিকেল ৪টায় পুরস্কার বিতরণী
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬