ডিআরইউ/০২৯৬/২০২২(৩) তারিখ : ২৬ মার্চ, ২০২২
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে প্রাণ গ্লুকোজ-ডি-ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। আজ ২৬ মার্চ, ২০২২ শনিবার বিকালে ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
প্রাণ গ্লুকোজ-ডি-ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভি'র হাবীব রহমান এবং রানার্স আপ চ্যানেল আই'র তারিকুল ইসলাম মাসুম।
নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন দ্যা ভয়েজ অফ এশিয়া'র মাকসুদা লিসা এবং রানার্স আপ একাত্তর টিভি'র নাদিয়া শারমিন।
পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন চ্যানেল আই'র তারিকুল ইসলাম মাসুম ও সাব্বির আহমেদ জুটি ও রানার্স আপ একাত্তর টিভি'র হাবীব রহমান ও জেমসন মাহবুব।
সম্মিলিত দ্বৈতে চ্যাম্পিয়নশীপ অর্জন করেছেন এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক ও দ্যা ভয়েজ অফ এশিয়া'র মাকসুদা লিসা। এই ইভেন্টে রানার্স আপ একাত্তর টিভি'র হাবীব রহমান ও নাদিয়া শারমিন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রাইজ মানি ৫ হাজার টাকা এবং রানার আপ পেয়েছেন ৩ হাজার টাকা।
ডিআরইউ স্টাফদের মধ্যে দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জসিম উদ্দিন ও জাকির হোসেন বাবুল এবং রানার্স আপ ফিরোজ হাওলাদার ও রবিউল ইসলাম।
ডিআরইউ ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিআরইউ’র অর্থ সম্পাদক এস এম এ কালাম, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজ। এছাড়াও ডিআরইউ সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম, ক্রীড়া উপ-কমিটির সদস্য কামাল হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।