![ডিআরইউ’র প্রয়াত সদস্য হাবীবুর রহমানের পরিবারকে বীমার চেক হস্তান্তর ও সদস্যদের আর্থিক সহায়তা প্রদান](https://www.dru.com.bd/uploads/shares/DRU_Web_Logo-2021-09-30-19-47-34-2022-06-16-12-28-01.jpg)
ডিআরইউ/০৩০২/২০২২(৩) ২৯ মার্চ, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কল্যাণমূলক কর্মকান্ডের আওতায় সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত হাবীবুর রহমানের পরিবারকে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ডিআরইউ’র ৫ (পাঁচ) জন সদস্যকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।
গতকাল ২৮ মার্চ, ২০২২ সোমবার দুপুরে সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউ’র কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব সংগঠনের প্রয়াত সদস্য ও সময়ের আলো’র সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমানের স্ত্রী হাসি আক্তারের কাছে বীমা দাবির চার লাখ টাকার চেক তুলে দেন।
একই সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত ৪ জন সদস্যকে চিকিৎসা অনুদান বাবদ কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেয়া হয়। এর মধ্যে সিনিয়র সদস্য ও নিউজ গার্ডেন ডটকমের মো: মাহবুবুল বাসেতকে নগদ ১০ হাজার টাকা, এবি সিদ্দিককে (সরাসরি) ৫ হাজার, আমার বার্তার সিনিয়র রিপোর্টার সিদ্দিকুর রহমানকে ৫ হাজার এবং একুশে টিভি অনলাইনের বি. এম. রিজাউল করিমকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান ও তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ১৫ মার্চ, ২০২২ বিএসএমএমইউতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ডিআরইউ’র সিনিয়র সদস্য ও দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি জিল্লুর রহিম আজাদকে কল্যাণ তহবিল থেকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।