
ডিআরইউ/০৩০৪/২০২২(৩) তারিখ: ০১ এপ্রিল, ২০২২
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক কালবেলার বিশেষ সংবাদদাতা মো: বদিউল আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩১ মার্চ, ২০২২ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫১মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জুমা নামাজে জানাযা শেষে কুমিল্লার তিতাস থানার শাহাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মো: বদিউল আলমের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সিনিয়র সাংবাদিক মো: বদিউল আলমের জন্ম, ১৯৫৬ সালে কুমিল্লার তিতাস থানার শাহাপুর গ্রামে।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬