![নারী সদস্যদের ‘সেফটি এন্ড সিকিউরিটি ইন ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’য়ে প্রশিক্ষণ দিল ডিআরইউ](https://www.dru.com.bd/uploads/shares/MRDI_Photo-2022-06-18-12-33-13.jpg)
ডিআরইউ/০৩০৬/২০২২(৩) ১ এপ্রিল, ২০২২
নারী সদস্যদের ‘সেফটি এন্ড সিকিউরিটি ইন ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’য়ে প্রশিক্ষণ দিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর সহায়তায় দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৩ জন সদস্য অংশগ্রহণ করেন।
আজ ১ এপ্রিল, ২০২২ শুক্রবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে সকাল ১০টায় প্রশিক্ষণ উদ্বোধন করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, ডিআরইউ’র সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ ও এমআরডিআই’র ম্যানেজার ইমপ্লিমেন্টেশন আইকিউ প্রোজেক্ট সানাউল হক দোলন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়। ফোজো মিডিয়া ইনস্টিটিউট, লিনিয়াস ইউনিভার্সিটি, সুইডেনের ‘ইমপ্রুভিং কোয়ালিটেটিভ জার্নালিজম ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নিউজ ২৪ এর প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী, অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলি মাণিক, ফ্রিল্যান্স সাংবাদিক আঙ্গুর নাহার মন্টি ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব ইনফরমেশন সিকিউরিটি আবুল কালাম আজাদ সেফটি ও সিকিউরিটির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
এদিকে এমআরডিআই অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের জন্য ডিআরইউ’র ১৫জন সদস্য নির্বাচিত করেছে। আগামী ৩-৫ এপ্রিল এই প্রশিক্ষণ সাভার সিসিডিএম হোপ সেন্টারে অনুষ্ঠিত হবে। ১৫ সদস্যের এই টিম ২ এপ্রিল বিকাল ৩টায় এমআরডিআই মোহাম্মদপুর অফিস থেকে সাভারের উদ্দেশ্যে রওনা করবে।
উল্লেখ্য গত ৭ ডিসেম্বর নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ২৮৩ জন সদস্যকে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে ডিআইরইউ। পেশাগত কাজে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য আগামী নভেম্বরের মধ্যে ডিআইরইউ তার সব সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন সংগঠনের তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।
প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য ডিআরইউ’র সকল সদস্যের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।