ডিআরইউ/০৩৫৩/২০২২(৪) ২৬ এপ্রিল, ২০২২
বাংলাদেশ প্রেস কাউন্সিল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র যৌথ উদ্যোগে ‘প্রেস কাউন্সিল কী এবং কেন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ এপ্রিল, ২০২২ সকাল ১১টায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব মো: শাহ্ আলম। আলোচক ছিলেন প্রেস কাউন্সিল সদস্য মনজুরুল আহসান বুলবুল। এছাড়াও বক্তব্য রাখেন ডিআরইউ’র তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।
অনুষ্ঠানে ডিআরইউ’র অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও মো: তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি শফিকুল করিম, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও কবির আহমেদ খান উপস্থিত ছিলেন।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু বাংলাদেশ প্রেস কাউন্সিলে ডিআরইউ’র প্রতিনিধি রাখার প্রস্তাব করেন।