![ভোরের কাগজের সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ঘটনায় ডিআরইউর নিন্দা ও প্রতিবাদ](https://www.dru.com.bd/uploads/shares/DRU_Web_Logo-2021-09-30-19-47-34-2022-06-16-12-28-01.jpg)
ডিআরইউ/০৪০১/২০২২(৫) ১৭ মে, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, জ্যেষ্ঠ প্রতিবেদক মুহাম্মদ রুহুল আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে হয়রানিমূলক মামলা দায়ের-এর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
আজ ১৭ মে, ২০২২ মঙ্গলবার এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
আজ মঙ্গলবার সকালে কুমিল্লার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে "মিথ্যা সংবাদ" প্রকাশের অভিযোগ এনে শ্যামল দত্ত, ইখতিয়ার উদ্দিন, মুহাম্মদ রুহুল আমিন ও ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী এবং পত্রিকাটির কুমিল্লা জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।
বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সংবাদ বন্ধ করা যাবে না। উদ্দেশ্যমূলকভাবে মামলা দিয়ে সত্য প্রকাশ থেকে নিবৃত্ত করার অপচেষ্টাকে নিন্দা জানায় ডিআরইউ । একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহারেরও দাবি জানায় নেতৃবৃন্দ।