ডিআরইউ/০৪৮৯/২০২২(৬) তারিখ : ৭ জুন, ২০২২
‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ শুরু
ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ শুরু হয়েছে। আজ ৭ জুন, ২০২২ মঙ্গলবার উদ্বোধনী দিনে দাবা প্রতিযোগিতায় চেসবিডি.কমের মোরসালিন আহমেদ ওয়াক ওভার পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। রানার আপ জনকন্ঠের তপন বিশ্বাস এবং তৃতীয় স্থান অর্জন করেছেন এনটিভির মো: এস এম আতিকুর রহমান।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রাণী হামিদ। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক (মার্কেটিং এন্ড কমিউনিকেশন), এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।
এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, এসকে রেজা পারভেজ ও তানভীর আহমেদ।
উল্লেখ্য, ৪৪ জন ডিআরইউ সদস্য দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গ্রুপ ভিত্তিতে এ প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেন জাতীয় আরবিটার মুরাদ হোসেন।