ডিআরইউ/০৪৯০/২০২২(৬) তারিখ : ৭ জুন, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) পরিদর্শন করলেন বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ। আজ ৭ জুন, ২০২২ মঙ্গলবার তিনি ডিআরইউ আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ এর উদ্বোধন করেন এবং পরবর্তীতে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এসময় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর তিনি ডিআরইউ’র নতুন স্থাপনা ‘কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’ পরিদর্শন করে। এসময় তার লেখা বই ‘মজার খেলা দাবা’ উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা, এসকে রেজা পারভেজ ও তানভীর আহমেদ।
অনুষ্ঠানে রাণী হামিদ তার দাবা খেলার অভিজ্ঞতা বিনিময় করেন এবং ডিআরইউ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
১৯৭৭ সাল থেকে রাণী হামিদ বহু জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছেন। ১৯৪৪ সালে সিলেট জেলার একজন সমভ্রান্ত সৈয়দ পরিবারে রাণী হামিদ জন্মগ্রহন করেন। পিতা মহুরম সৈয়দ মমতাজ আলীর কাছেই তাঁর দাবায় হাতেখড়ি।