ডিআরইউ/০৪৯৫/২০২২(৬) তারিখ: ৯ জুন, ২০২২
শোক বার্তা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন আহম্মদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ৯ জুন, ২০২২ বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর বারিধারার ডিওএইচএস এ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভূগছিলেন। আজ বেশি অসুস্থ হওয়ায় ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গিয়াস উদ্দিন আহম্মদ এর মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজ বাদ জোহর বাড়িধারার ডিওএইচএস এ তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় নামাজে জানাযা শেষে আদমজী কবরস্থানে তাকে দাফন করা হবে।
কর্মজীবনে তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার ছিলেন।