![কলব্রীজে চ্যাম্পিয়ন দীপন নন্দী, রানার আপ তানভীর আহমেদ](https://www.dru.com.bd/uploads/shares/Call_Bridge-2022-06-30-11-54-50.jpg)
ডিআরইউ/০৫০১/২০২২(৬) তারিখ : ১২ জুন, ২০২২
ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২
‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২ এর কল ব্রীজে চ্যাম্পিয়ন হয়েছেন ডেইলি স্টারের দীপন নন্দী ও রানার আপ ঢাকা মেইলের তানভীর আহমেদ। তৃতীয় স্থান অর্জন করেছেন ভোরের আকাশের মাহমুদুন্নবী চঞ্চল। আজ ১২ জুন, ২০২২ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কলব্রীজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলব্রীজের ফাইনাল উপভোগ করেন ডিআরইউ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্য তারিকুল ইসলাম মাসুম, সাঈদ শিপন, আরাফাত যোবায়ের ও জোতির্ময় মন্ডল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ জন ডিআরইউ সদস্য কলব্রীজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গ্রুপ ভিত্তিতে এ প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেন ডিআরইউ সদস্য মোশকায়েত মাশরেক ।
বি: দ্র: আগামী ১৪ জুন, ২০২২ মঙ্গলবার সকাল ১১টায় অকশন ব্রীজ ইভেন্ট অনুষ্ঠিত হবে।