![অকশন ব্রীজে চ্যাম্পিয়ন মো: এমরান হোসেন ও সাঈদ শিপন জুটি](https://www.dru.com.bd/uploads/shares/Auction_Bridge-2022-06-30-12-00-44.jpg)
ডিআরইউ/০৫০৬/২০২২(৬) তারিখ : ১৪ জুন, ২০২২
ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২ এর অকশন ব্রীজে চ্যাম্পিয়ন হয়েছেন মো: এমরান হোসেন (বাংলা ট্রিবিউন) ও সাঈদ শিপন (জাগোনিউজ) জুটি।
আজ ১৪ জুন, মঙ্গলবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে রানার্স আপ হয়েছেন তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই) ও তারেক সালমান (আজকালের খবর) জুটি।
এই ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছেন মাইনুল হাসান সোহেল (ইনকিলাব) ও আবু হোরায়রা তামিম (একুশে টিভি) জুটি।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক পরিচালনায় এই ইভেন্ট অনুষ্ঠিত হয়।
বি: দ্র: আগামী ১৬ জুন, ২০২২ বৃহস্পতিবার বেলা ১১.৩০টায় নারী সদস্যদের লুডু ইভেন্ট অনুষ্ঠিত হবে।