ডিআরইউ/০৫১৬/২০২২(৬) ১৯ জুন, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও জাগো নিউজের জ্যৈষ্ঠ প্রতিবেদক সিরাজুজ্জামানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছে ডিআরইউ।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব আজ রোববার (১৯ জুন) এক বিবৃতিতে, সিরাজুজ্জামানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে আইনশৃঙ্খলাবাহিনীকে অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করার দাবি জানিয়েছেন।
হামলার শিকার সাংবাদিক সিরাজুজ্জামান জানান, “শনিবার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে ৪/৫ জন তার ওপর অতর্কিত এ হামলা চালায়। আমার বুকে, মাথায়, হাঁটু ও পিঠে আঘাত করেছে হামলাকারীরা। আমার ঠোঁটে দশটি সেলাই দেওয়া হয়েছে।"
এ ঘটনায় তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত সাংবাদিক।
ঘটনা সম্পর্কে তিনি আরো বলেন, তেজাগাঁও সাতরাস্তা হয়ে মোটরসাইকেলে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় তেজগাঁও ট্রাক স্টান্ডে অজ্ঞাত ৪/৫ জন মোটরসাইকেল থামায়। তারা আমাকে বলে, 'তুই সাংবাদিক, লাইভ করোস।' আমি হ্যাঁ বলার পর অতর্কিতভাবে তারা আমাকে ট্রাকের পাশে নিয়ে গিয়ে গালে, বুকে, মাথায়, হাঁটু, পেটে ও পিঠে লাঠিসোঠা দিয়ে মারতে থাকে এবং শাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। আমার কাছে থাকা নগদ সাড়ে তিন হাজার টাকা ও তথ্য অধিদপ্তর থেকে দেওয়া সাংবাদিক পরিচয়পত্রটি নিয়ে নেয় হামলাকারীরা।
পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন সাংবাদিক সিরাজুজ্জামান।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬