ডিআরইউ/০৫২১/২০২২(৬) ২১ জুন, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’তে (ডিআরইউ) সদস্যদের জন্য নির্মিত ‘কবি কাজী নজরুল ইসলাম’ লাইব্রেরিতে ১৮০টি বই উপহার দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
চৌধুরী, এমপি।
আজ ২১ জুন, ২০২২ মঙ্গলবার তার নিজ বাসভবনে ডিআরইউ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের হাতে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দিয়ে বইগুলো হস্তান্তর করেন তিনি। এ সময় ডিআরইউ’র স্থায়ী সদস্য শামীম খান উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংস্কৃতি ও সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ের বই উপহার দিয়েছেন তিনি; যার মধ্যে অন্যতম ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র’র ১৪ খন্ড ।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বই উপহারের জন্য প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় ডিআরইউ কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি সমৃদ্ধশালী হবে।
উল্লেখ্য, ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় গত ১০ এপ্রিল, ২০২২ ডিআরইউতে কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি উদ্বোধন করা হয়।