ডিআরইউ/০৫২২/২০২২(৬) তারিখ : ২১ জুন, ২০২২
ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২ এর ক্যারম পুরুষ (একক) চ্যাম্পিয়ন হয়েছেন ফারুক আলম (সংবাদ) ও রানার আপ হয়েছেন সাঈদ শিপন (জাগোনিউজ)।
আজ ২১ জুন, ২০২২ মঙ্গলবার ডিআরইউতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড)।
এর আগে সেমিফাইনাল নিশ্চিত করেন ফারুক আলম, সাঈদ শিপন, এম এম জসিম ও এস কে রেজা পারভেজ।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক পরিচালনায় এই ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৫২ জন ডিআরইউ সদস্য এই ক্যারম প্রতিযোগিতায় অংশ নেন।
ইতোমধ্যে ক্রীড়া উৎসবের দাবা, কল ব্রীজ, অকশন ব্রীজ ও লুডু ইভেন্ট সম্পন্ন হয়েছে।