![ক্যারম পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন ফারুক আলম-জুনায়েদ শিশির জুটি](https://www.dru.com.bd/uploads/shares/Carom-2022-09-10-11-49-26.jpg)
ডিআরইউ/০৫৫২/২০২২(৭) তারিখ : ১৯ জুলাই, ২০২২
ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২ এর ক্যারম পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন ফারুক আলম (সংবাদ) ও জুনায়েদ শিশির (ভোরের আকাশ) জুটি এবং রানার্স আপ হয়েছেন মতলু মল্লিক (এই বাংলা) ও সোলাইমান সালমান (দি বিজনেস পোস্ট) জুটি।
আজ ১৯ জুলাই, ২০২২ মঙ্গলবার ডিআরইউতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন মুরাদ হোসাইন (জাগোনিউজ) ও সাদ্দাম হোসেন ইমরান (যুগান্তর) জুটি।
এর আগে ক্যারম ডাবলসের সেমিফাইনাল নিশ্চিত করেন ফারুক আলম ও জুনায়েদ শিশির জুটি, মতলু মল্লিক ও সোলাইমান সালমান জুটি, মুরাদ হোসাইন ও সাদ্দাম হোসেন ইমরান জুটি এবং আরাফাত দাড়িয়া ও সাইফুল ইসলাম জুটি।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক পরিচালনায় এই ইভেন্টে ৪৬ জন প্রতিযোগী অংশ নেন।
সমাপনী দিনে উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য এসকে রেজা পারভেজ।
বি: দ্র: আগামী ২১ জুলাই, ২০২২ বৃহস্পতিবার নারী সদস্যদের ক্যারম (একক) অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬