![ক্যারম নারী দ্বৈতে চ্যাম্পিয়ন সামসুন্নাহার বিনু-নার্গিস জুইঁ রানার আপ মাকসুদা লিসা-সাজিদা ইসলাম পারুল](https://www.dru.com.bd/uploads/shares/Carom_Double_-_Nari-2022-09-10-12-00-37.jpg)
ডিআরইউ/০৫৫৮/২০২২(৭) তারিখ : ২২ জুলাই, ২০২২
ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২ এর ক্যারম নারী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন সামসুন্নাহার বিনু (বিটিভি)-নার্গিস জুইঁ (বিটিভি) জুটি এবং রানার আপ মাকসুদা লিসা (ডেইলি ভয়েজ অফ এশিয়া)-সাজিদা ইসলাম পারুল (সমকাল) জুটি।
আজ ২২ জুলাই, ২০২২ শুক্রবার ডিআরইউতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২ এর ক্যারম নারী দ্বৈত উপভোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক পরিচালনায় এই ইভেন্ট অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন ডিআরইউ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান।
আগামীকাল ২৪ জুলাই, ২০২২ রোববার বিকাল ৪টায় বঙ্গবন্ধু আউটার স্টেডিয়ামে সদস্য স্ত্রীদের মার্বেল দৌড় ও সন্তানদের বয়স ভিত্তিক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যারা নাম এন্ট্রি করেছেন তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬