ডিআরইউ/০৫৬৯/২০২২(৭) ২৯ জুলাই, ২০২২
বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র নেতৃবৃন্দ।
আজ ২৯ জুলাই, ২০২২ শুক্রবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে অমিত হাবিবের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ডিআরইউ কার্যনির্বাহী কমিটি। এসময় যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন ও কার্যনির্বাহী সদস্য সোলাইমান সালমান উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুও উপস্থিত ছিলেন।
আমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব বলেন, তার মতো একজন সাহসী সাংবাদিক এসময়ে বিরল।
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬