ডিআরইউ/০৫৭১/২০২২(৭) তারিখ : ৩০ জুলাই, ২০২২
ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ ৭ জুন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ ৩০ জুলাই, ২০২২ শনিবার আরচারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ ইভেন্টে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম।
একুশে টিভির আবু হোরায়রা তামিম ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন জনকন্ঠের রুমেল খান। তার পয়েন্ট ১৬।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক পরিচালনায় এই ইভেন্ট অনুষ্ঠিত হয়।
ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন জাতীয় দলের সাবেক আরচারি কোচ শারিফ খান।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬