ডিআরইউ/০৬০২/২০২২(৮) তারিখ : ১৩ আগস্ট, ২০২২
ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ ৭ জুন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ ১৩ আগস্ট, বৃহস্পতিবার ১০০ মি. স্প্রিন্ট ও ৪০০ মি. দৌড় ইভেন্ট অনুষ্ঠিত হয়।
পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মি. স্প্রিন্টে চ্যাম্পিয়ন হন যুগান্তরের জোতির্ময় মন্ডল। এই ইভেন্টে রানার আপ হন চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম এবং তৃতীয় স্থান অর্জন করেন ভোরের আকাশের মাহমুদুন্নবী চঞ্চল।
এরপর ৪০০ মি. দৌড়ে চ্যাম্পিয়ন হন চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম। এই ইভেন্টে রানার আপ হয়েছেন যুগান্তরের জোতির্ময় মন্ডল এবং তৃতীয় স্থান অর্জন করেন জনকন্ঠের রুমেল খান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা। ইভেন্ট দুটি পরিচালনা করেন মোহাম্মদ আলী।
আগামী ১৬ আগস্ট, মঙ্গলবার সকাল ১০টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শ্যুটিং ইভেন্ট অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক-
রফিক রাফি
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১২৭৭৪২২৬