![শীতকালীন ব্যাডমিন্টন উৎসব শুরু](https://www.dru.com.bd/uploads/shares/DRU_Badminton-2022-12-12-15-03-27.jpg)
ডিআরইউ/০০১৪/২০২২(১২) তারিখ : ১২ ডিসেম্বর, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে প্রতিবছরের মতো এবারো শুরু হয়েছে ‘‘শীতকালীন ব্যাডমিন্টন উৎসব’’। গতকাল রোববার (১১ ডিসেম্বর, ২০২২) রাতে সংগঠন প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, তারকা ব্যাডমিন্টন দম্পতি এনায়েত উল্লাহ খান-এলিনা সুলতানা, সিনিয়র সদস্য শাহীন হাসনাত, আবু সালেহ আকন ও শামীম হাসান।
এসময় উপস্থিত ছিলেন কার্যনিবাহী কমিটির দপ্তর সম্পাদক কাওসার আজম, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মনির মিল্লাত, মোজ্জাম্মেল হক তুহিন, এস এম মোস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন খান, সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, সাবেক কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু ও সাবেক কার্যনির্বাহী সদস্য হাফিজ আল আসাদ (সাঈদ খান)।
ডিআরইউ’র সদস্যরা প্রতিদিন রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলতে পারবেন।
শীতকালীন এই উৎসবের পর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩।
বার্তা প্রেরক-
কাওসার আজম
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১৫৫৫৫৯৫৬