![সাংবাদিক নূরুজ্জামান মামুনকে হুমকির ঘটনায় ডিআরইউ’র নিন্দা](https://www.dru.com.bd/uploads/shares/DRU_Web_Logo-2022-09-10-12-15-34.jpg)
ডিআরইউ/০০২১/২০২২(১২) তারিখ: ১৩ ডিসেম্বর, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আজকালের খবরের স্টাফ রিপোর্টার মো. নূরুজ্জামান মামুনকে মোবাইলে প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
মো. নূরুজ্জামান মামুন এ বিষয়ে পটুয়াখালীর, কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং-৬২৫/২২)।
এ ঘটনায় আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আইনশৃঙ্খলাবাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।
মো. নূরুজ্জামান মামুন জিডিতে উল্লেখ করেন, ‘সোমাবার (১২ ডিসেম্বর) পারিবারিক কাজের জন্য কলাপাড়ায় আসি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৮ মিনিটের সময় সবুজবাগস্থ বাসায় আবস্থান কালে ০১৮৬০৭৬৭৬৯১ নম্বর থেকে আমার মোবাইল নম্বরে ০১৭১৫৪৮৫২৮৫ কল করে বলে। “এ তুই কই, তুই নাকি আবার এলাকায় অসছ। তুই আমার নেতাদের নিয়ে লেখো, তোরো কিন্তু মাইরা ফালামু। তোরে এর আগেও বলেছি, তুই শোন নাই, তোরে কিন্তু বউ বাচ্চাসহ কিডনাপ কইরা ফালামু। তোর হাত-পা কাইটা ফালামু। কেউ কিন্তু তোকে আর খুইজা পাবে না”- এমন বিভিন্ন হুমকী দেয়। উল্লেখ্য, সম্প্রতি আমি শিক্ষক নেতাদের তদবির বাণিজ্য নিয়ে অনুসন্ধানী বেশ কয়টি রিপোর্ট করি। এর পরিপ্রেক্ষিতে এই হুমকী দিতে পারে বলে ধারণা করছি।’
এদিকে, বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ নুরুজ্জামান মামুন ও তার পরিবারকে নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান
বার্তা প্রেরক-
কাওসার আজম
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১৫৫৫৫৯৫৬