![ডিআরইউ’র শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন](https://www.dru.com.bd/uploads/shares/000000-2022-12-25-11-10-16.jpg)
ডিআরইউ/০০৭৪/২০২২(১২) তারিখ : ২২ ডিসেম্বর, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে ‘শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এর উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় (২২ ডিসেম্বর, ২০২২) রাজধানীর সেগুনবাগিচাস্থ ডিআরইউ প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআরইউ’র দপ্তর সম্পাদক কাওসার আজম, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য কিরণ সেখ ও মোস্তাফিজুর রহমান সুমন।
এছাড়া সাবেক যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া ও শাহনাজ শারমীন, সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, সাবেক কার্যনির্বাহী সদস্য সাঈদ খান ও বাসস এর উপ-প্রধান বার্তা সম্পাদক স্বপন বসু প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
কাওসার আজম
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১৫৫৫৫৯৫৬