ডিআরইউ/০০৭৭/২০২২(৩) তারিখ : ২৫ ডিসেম্বর ২০২২
ডিআরইউ শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে চলমান শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ এককে এশিয়ান টিভির মো. রকিবুল ইসলাম মানিক, নারী এককে একাত্তর টিভির নাদিয়া শারমিন এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন এশিয়ান টিভির মো. রকিবুল ইসলাম মানিক ও ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা জুটি।
গতরাতে সংগঠন প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে এশিয়ান টিভির মো. রকিবুল ইসলাম মানিক পরাজিত করেন চ্যানেল আইয়ের মো. তারিকুল ইসলাম মাসুমকে। নারী এককের ফাইনালে ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন একাত্তর টিভির নাদিয়া শারমিন। অপরদিকে মিশ্র দ্বৈতের ফাইনালে নয়া দিগন্তের আবু সালেহ আকন ও একাত্তর টিভির নাদিয়া শারমিন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন এশিয়ান টিভির মো. রকিবুল ইসলাম মানিক ও ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা জুটি।
আগামী ২৭শে ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে পুরুষ দ্বৈত ও নারী দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
পুরুষ দ্বৈতে চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম ও এটিএন নিউজের সাব্বির আহমেদ জুটির মুখোমুখি হবেন এশিয়ান টিভির মো. রকিবুল ইসলাম মানিক ও নয়া দিগন্তের আবু সালেহ আকন জুটি।
নারী দ্বৈতের ফাইনালে ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা ও নাগরিক টিভির শাহনাজ শারমীন জুটির মোকাবেলা করবেন একাত্তর টিভির নাদিয়া শারমিন ও দেশ টিভির তাপসী রাবেয়া আঁখি জুটির।
একই দিন পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হবে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের।
বার্তা প্রেরক
কাওসার আজম
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১৫৫৫৫৯৫৬