![সাংবাদিক নেসারুল হক খোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিতে ডিআরইউ’র উদ্বেগ](https://www.dru.com.bd/uploads/shares/DRU_Web_Logo-2022-09-10-12-15-34.jpg)
ডিআরইউ/০০৮২/২০২২(১২) তারিখ: ২৬ ডিসেম্বর, ২০২২
সংবাদ প্রকাশের জেরে ঢাকা রিপোর্টার্স ইউনিট‘র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি নেসারুল হক খোকনের বিরুদ্ধে ফেনীর একটি আদালতে মানহানী মামলা করেছেন নৌ পুলিশের সাবেক এসপি আব্দুল্লাহ আল আরেফের স্ত্রী । এই মামলায় খোকনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল নেসারুল হক খোকনের গ্রেফতারি পরোয়ানা জারিতে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সাথে তার বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডিআরইউ নেতৃবৃন্দ।
বিবৃতিতে ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক অবিলম্বে নেসারুল হক খোকনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ প্রসঙ্গে নেসারুল হক খোকন জানান, নৌ পুলিশের সাবেক এসপি আব্দুল্লাহ আল আরেফের বিরুদ্ধে দৈনিক যুগান্তরে বেশ কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। এর মধ্যে ২০১৯ সালের ১২ মে ‘ক্ষমতার অপব্যবহারে এসপির রেকর্ড’, ১৩ মে `চাকরি দেয়ার নামে জমি রেজিস্ট্রি’, ২০২১ সালের ৫ জানুয়ারি ‘এসপির বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ’, ১৭ জুন ‘এসপির নেতৃত্বে সাজানো মামলার সিন্ডিকেট’ এবং ২০২২ সালের ১৭ অক্টোবর ‘পুলিশের তদন্ত প্রতিবেদন-সাজানো মামলার পেছনে এসপি আব্দুল্লাহ আল আরেফ’ শীর্ষক খবর প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে গত বছর মাগুড়ার একটি আদালতে মামলা করা হয়। তবে তা পরে খারিজ করে দেন আদালত। এরপর তারা প্রেস কাউন্সিলেও অভিযোগ করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে প্রেস কাউন্সিল থেকে নেসারুল হক খোকনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয় এবং আগামী ৯ জানুয়ারির মধ্যে তাকে জবাব দিতে বলা হয়। নেসারুল হক খোকন বলেন, ‘আমি প্রেস কাউন্সিলের নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছি। এরই মধ্যে আজ সংবাদ এলো প্রেস কাউন্সিলে দায়ের কৃত অভিযোগ নিষ্পত্তির আগেই ফেনীর একটি আদালতে আরেকটি মামলা করা হয়েছে এবং আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।’
বার্তা প্রেরক-
কাওসার আজম
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১৫৫৫৫৯৫৬