![শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত](https://www.dru.com.bd/uploads/shares/DSC_0198-2022-12-28-16-27-12.jpg)
ডিআরইউ/০০৮৬/২০২২(১২) তারিখ: ২৮ ডিসেম্বর, ২০২২
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির নাদিয়া শারমিন। ফাইনালে তিনি হারিয়েছেন ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসাকে।
পুরুষ এককে চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুমকে হারিয়ে চ্যাম্পিয়ন হন এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক।
অপরদিকে পুরুষ দ্বৈতের ফাইনালে চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম- এটিএন নিউজের সাব্বির আহমেদ জুটি নয়া দিগন্তের আবু সালেহ আকন-এশিয়ান টিভির মোঃ রকিবুল ইসলাম মানিক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
মিশ্র দ্বৈতের ফাইনালে এশিয়ান টিভির মোঃ রকিবুল ইসলাম মানিক -ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা জুটি নয়া দিগন্তের আবু সালেহ আকন-একাত্তর টিভির নাদিয়া শারমিন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
আর নারী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভির নাদিয়া শারমিন -দেশ টিভির তাপসী রাবেয়া আঁখি জুটি। এই ইভেন্টে রানার আপ হয়েছেন নাগরিক টিভির শাহনাজ শারমিন-ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা জুটি।
এছাড়া ডিআরইউ স্টাফদের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন রিপন-আব্বাস জুটি এবং রানার্স আপ ফিরোজ-বাবুল জুটি।
গতরাতে ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রাইজমানি ও সনদ বিতরণ করেন পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র মোঃ জিয়াউল হক জুয়েল।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাগত বক্তব্য দেন।ক্রীড়া সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান সুমন ও বাসসের উপ-প্রধান বার্তা সম্পাদক স্বপন বসু।
এরআগে, ডিআরইউ'র প্রতিষ্ঠাকালীন সদস্য সদ্য প্রয়াত রেডিও তেহরানের আব্দুর রহমান খানের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে খেলোয়াড়রা কালো ব্যাজ ধারণ করে খেলায় অংশগ্রহণ করেন।
বার্তা প্রেরক-কাওসার আজম
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১৫৫৫৫৯৫৬