ডিআরইউ/০০৮৮/২০২৩(০১) ০১ জানুয়ারি, ২০২৩
প্রিয় সদস্য
আন্তরিক শুভেচ্ছা।
আপনি জেনে আনন্দিত হবেন যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আগামী ১৮ ফেব্রæয়ারি ২০২৩, শনিবার কেরানীগঞ্জের কোনাখোলার আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড-এ ‘ডিআরইউ ফ্যামিলি ডে’ উদযাপন করতে যাচ্ছে। এতে অংশগ্রহণের জন্য কার্যনির্বাহী কমিটি চাঁদার হার নির্ধারণ করেছে।
আগামী ০৫ জানুয়ারি, ২০২৩ থেকে ২০ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত চাঁদা গ্রহণ করা হবে।
চাঁদার হার
সদস্য ৬০০/-
স্ত্রী/স্বামী ৪০০/-
সন্তান পাঁচ বছরের ঊর্ধ্বে (জনপ্রতি) ২০০/-
চাঁদা গ্রহণ শুরু : ০৫ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার
চাঁদা গ্রহণের শেষ তারিখ : ২০ জানুয়ারি ২০২৩, শুক্রবার
ব্যক্তিগত গাড়ি চালকের জন্য ৫০০ টাকার বিনিময়ে খাবারের কুপন সংগ্রহ করতে হবে।
কোন অবস্থাতেই অতিথি ও ডিআরইউ সদস্যদের বিবাহিত সন্তান অংশগ্রহণের সুযোগ নেই।
ধন্যবাদসহ
দীপু সারোয়ার
আহবায়ক
ডিআরইউ ফ্যামিলি ডে উদযাপন কমিটি এবং
সহ-সভাপতি, ডিআরইউ
মোবাইল: ০১৯১১৪৫২৬১৭
মঈনুল আহসান
সদস্য সচিব
ডিআরইউ ফ্যামিলি ডে উদযাপন কমিটি এবং
যুগ্ম সম্পাদক, ডিআরইউ
মোবাইল: ০১৭১৪০৭৮৫৩৭