ডিআরইউ/০২২২/২০২৩(০১) তারিখ: ০২ ফেব্রুয়ারি, ২০২৩
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে রংপুরে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশি হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।
আজ বৃহস্পতিবার ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে সাংবাদিক মুজতবা দানিশকে হয়রানির অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। এটাকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, এর ফলে সাংবাদিক ও পুলিশের মধ্যে এক ধরণের অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হবে, যা কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও তার লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছেন সাংবাদিকরা। এই আইনের অপপ্রয়োগ করে সাংবাদিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। ডিআরইউ আগের মতোই ডিজিটাল নিরাপত্তা আইনের হয়রানিমূলক ধারা বাতিলের দাবিতে সোচ্চার রয়েছে। অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরণের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নিবর্তনের ধারাগুলো বাতিলের জোর দাবি জানান ডিআরইউ নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক-
কাওসার আজম
দপ্তর সম্পাদক
মোবাঃ ০১৯১৫৫৫৫৯৫৬